ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল শুরু
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৭-১২ ০৯:২০:১৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেন দুর্ঘটনায় প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১ টার দিকে জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ও মুকন্দপুরের মাঝামাঝি স্থানে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের ৪ টি চাকা লাইনচ্যুত হয় । এতে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মোঃ মনির উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে বগিটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। মুকন্দপর রেল স্টেশনের ষ্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়ার পর বিকাল ৬ টায় পুনরায় এ রেল পথে ট্রেন চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ