ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংর্ঘষে নিহত ২, আহত ৫
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২২-০৭-০৮ ০৫:০৬:২৫
সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহি বাস বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটা লং ভেহিকেল ট্রাক এর সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ১ যাত্রী নিহত হয়, আহত হয় আরো ৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর জেলার পীরগঞ্জ থানার দুপুরাজপুর গ্রামের শাকিল (২০) এক ব্যাক্তি মৃত্যুবরণ করেন। দূর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দূর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী