লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ কর্মশালা অনুষ্ঠিত
- মোঃ জহিরুল হক, ভোলা
-
২০২২-০৭-০৬ ০৫:৩৭:১৯
- Print
ভোলা জেলার লালমোহন উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
৬ জুলাই বুধবার সকাল ১০ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে সভার প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক - ই -লাহী চৌধুরী। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মুহা.বিল্লাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম শাহাবুদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ । সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১) নারীর ক্ষমতায়ন ২) আশ্রয়ন ৩)শিক্ষা সহায়তা ৪) পল্লী সঞ্চয় ব্যাংক ৫) ডিজিটাল বাংলাদেশ ৬) কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ ৭) বিনিয়োগ বিকাশ ৮) পরিবেশ সুরক্ষা ৯) সামাজিক নিরাপত্তা কর্মসূচি ১০) সবার জন্য বিদ্যুৎ এ ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ অর্জন সহ দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে এবং ইতোমধ্যেই উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমুহের সঠিক এবং আরো কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ভিশন ২০৪১ অর্জনের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেন্জ এবং নতুন সম্ভাবনা, করনীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করে মতামত ব্যাক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা আমির খসরু গাজী,পল্লী বিদ্যুৎ ডিজিএম এ কে এম ফজলুল হক, আইসিটি কর্মকর্তা মোঃ রবিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান মিলন, শিক্ষক পারভেজ হোসেন, শিক্ষক মোঃ ইয়াছিন, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, মুক্তিযোধ্বা মোঃ শাজাহান মিয়া, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন।