ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় কোরবাণির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভা
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৬-২৯ ১২:০১:২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবাণির পশুর হাট চূড়ান্তকরণ ও কোরবানীর বর্জ্য অপসারণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, কোরবানিকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় ১শ হাট বসবে। সে সাথে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবেহ নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত পশু বর্জ্য অপসারণে পৌরসভার বিশেষ টিম পরিচ্ছন্নতা অভিযান চালাবে।
বিভিন্ন কর্মকান্ড বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং
সিরাজগঞ্জে ঈদ উপলক্ষ্যে
নাগেশ্বরীতে পুলিশ প্রশাসনের আয়োজনে ইফতার পার্টি
সর্বশেষ সংবাদ