সীমান্তে মাদক পাচার মোকাবেলার কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-০৬-২৪ ০০:১০:১৩
- Print
বাংলােেদশের সীমান্তবর্তী ৩২টি জেলার মাদক পাচারের চিত্র এবং পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারন শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। স্টেপস টুয়াডর্স ডেভেলপমেন্ট অয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট মোহাম্মদ সালেহ মুহিদ। সভাপত্বি করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মু, মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ভাইসচেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, চেম্বার পরিচালক জাভেদুল ইসলাম সোহাগ, সদর থানার এস আই মোহাম্মদ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু হোরাইরাহ। কর্মশালায় আইনের ফাঁকফোকর গলিয়ে যাতে মাদক মামলার আসামীরা বের হতে না পারে সে জন্য সকলের দৃষ্টি কামনা করা হয়। পাশাপাশি মাদক পাচার রোধে সকলকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।