ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চাঁদপুরে মাসব্যাপী পুনাক শিল্প ও পন্য মেলার উদ্বোধন
  • শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর
  • ২০২২-০৬-২১ ০৯:০৩:৫৬
বর্ণাঢ্য আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরে মাসব্যাপী পুনাক এর শিল্প ও পন্য মেলার উদ্বোধন করা হয়েছে। ২০ জুন সন্ধ্যায় চাঁদপুর আউটার ষ্টেডিয়ামে চাঁদপুরের পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক- এর আয়োজনে মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। পুনাক এর সভানেত্রী ডাঃ আফসানা শর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চোধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী