ঢাকা শনিবার, মে ১১, ২০২৪
বান্দরবানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-০৬-২০ ০৯:১০:৩৭
বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) বিকাল ৩টায় বান্দরবান পৌরসভার আয়োজনে স্থানীয় রাজার মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় ফাইনাল খেলায় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। খেলায় মাহাফুজুর রশিদ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, জেলা প্রশাসনের সহাকরী কমিশনার মোঃ কায়েসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস, পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, পৌরভার নির্বাহী প্রকৌশলী মোঃ হুমায়ন কবির, পৌর কাউন্সিলর মোঃ ওমর ফারুখ, মং মং সিং, ডনবস্কো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা দাশ, হাফেজঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াছমিন, বালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিন সহ প্রমুখ। খেলা পরিচালনা করেন আশুতোষ কুমার দে, অংম্যা, আব্দুর রহমান রনি। ফাইনাল খেলায় বালক দলে বান্দরবান ডনবস্কো সরকারী প্রাথমিক বিদ্যালয় কে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে বালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালিকা দলে হাফেজ ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কে ২-০ গোলে পরাজিত করে কালাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রার্নাস দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা । উল্লেখ্য, এই খেলায় পৌরসভার মোট বালক দলে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দলে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই টুর্ণামেন্টে অংশ গ্রহণ করেন।
বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়ার সাঁতার প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডোমারে ক্রীড়া অফিসের উদ্যোগে গ্রামীণ ভলিবল প্রতিযোগীতা
সর্বশেষ সংবাদ