ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি সদস্য নিহত, গুরুতর আহত চালক ; হাসপাতাল জুড়ে স্বজনদের
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-০৬-১৪ ০৭:১৩:৪৪
পটুয়াখালীর বসাক বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মারা গেছেন ইউপি সদস্য মোহাম্মদ হানিফ গাজী। গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে ওই মোটরসাইকেলের চালক মোঃ শামীমকে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ গাজী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার মরদেহ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৫২ বছর বয়সি ইউপি সদস্য হানিফ গাজী ঘটনার সময় আমখোলার নিজ বাড়ি বলই কাঠী থেকে ভাড়া মোটরসাইকেলে জেলা শহর পটুয়াখালীতে আসার পথে এই দুর্ঘটনায় পতিত হয়। বসাক বাজারে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক শামীম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ইউপি সদস্য হানিফ গাজী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। চালক শামীমকে প্রথমে পটুয়াখালী মেডিকেলে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত হানিফ গাজী আমখোলা ইউনিয়নের বলই কাঠী গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় এ নিয়ে তিনবার নির্বাচিত ইউপি সদস্য। তিনি স্ত্রী ও ৮ ছেলেমেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে হাসপাতলে শোকের ছায়া নেমে আসে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ