ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৬-১৪ ০৭:০৮:৫৩
দিনাজপুরের চিরিরবন্দরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও পায়ের রগ কেটে মাজিদুর রহমান মাজেদ 34 নামে এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর যুবলীগ নেতার লাশ ট্রাকে করে সোমবার দিন গত রাত একটার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় শান্ত নামে এক যুবলীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য কতোয়ালি থানায় পুলিশ আটক করেছে। আজ মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে দশটায় পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ রাখা হয়েছে। নিহত মাজিদুর রহমান মাজেদ দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আজিমুল ইসলামের একমাত্র সন্তান ও শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে গতকাল সোমবার বিকাল তিনটার দিকে শান্ত নামের এক যুবলীগ নেতাকে সাথে নিয়ে চিরিরবন্দরের আমতলী বাজারে বেড়াতে যায়। সেখানেই রাত ১১ টা পর্যন্ত অবস্থান করার এক পর্যায়ে আরো ১০/১২ জন যুবক একত্রিত হয়ে যুবলীগ নেতা মাজেদুর রহমান মাজেদকে কুপিয়ে জখম করে একপর্যায়ে তার পায়ের রগ কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করার পর দিনাজপুর অভিমুখি ট্রাকের উপরে উঠিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে হত্যাকারীরা বলে অভিযোগ করেছেন পরিবার। নিহত মাজেদের মামা মুক্তার হোসেন জানান মাজেদুর অত্যন্ত সহজ সরল যুবলীগ নেতা ছিলেন। তার একমাত্র কন্যা সন্তান রয়েছে তার বয়স দুই বছর। হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। শেখপুরা ইউনিয়ন চেয়ারম্যান মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে একটি এজাহার দেওয়া হচ্ছে পরিবারের পক্ষ থেকে পুলিশ সুষ্ঠু তদন্ত করে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে এমন দাবি করছি।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী