ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
আরজুকে প্রেস ক্লাবের 'সম্মাননা' 'অ্যাওয়ার্ডের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ৪০ লাখ মানুষকে সম্মানিত করেছে
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৬-০৭ ১৪:৩৬:৫৫
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মো. আরজু মিয়াকে ঘিরে মঙ্গলবার সাংবাদিকদের প্রীতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ মালেক কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে মো. আরজুর হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। সাংবাদিক আল-আমীন শাহীনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সৈয়দ মিজানুর রেজা, খ. আ. ম রশিদুল ইসলাম, দীপক চৌধুরী বাপ্পী, আ ফ ম কাউছার এমরান, মফিজুর রহমান লিমন, সৈয়দ মোহাম্মদ আকরাম, শেখ শহিদুল ইসলাম, মো. বাহারুল ইসলাম মোল্লা, নিয়াজ মোহাম্মদ খান বিটু, নজরুল ইসলাম বিল্লাল, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকা দৈনিক ফ্রন্টিয়ার সম্পাদক আব্দুল মালেক, কালের কণ্ঠের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. মোশাররফ হোসেন বেলাল, নিউজ টোয়েন্টিফোর টিভি এর প্রতিনিধি মাসুকুর রহমান হৃদয়, অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর এর প্রতিনিধি মেহেদী নূর পরশ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, 'জাতীয় পর্যায়ে মর্যাদাপূর্ণ বড় কোনো আয়োজনে এটাই প্রথম ব্রাহ্মণবাড়িয়ার কোনো সাংবাদিকদের অর্জন। বসুন্ধরা গ্রুপের এ আয়োজন অন্য সাংবাদিকদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এ অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে বসুন্ধরা গ্রুপ ব্রাহ্মণবাড়িয়ার ৪০ লাখ মানুষকে সম্মানিত করেছে।' অনুসন্ধানী সাংবাদিকতায় বসুন্ধরা গ্রুপ নতুন করে বড় আকারের পুরস্কারের ঘোষণা করায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। পাশাপপাশি ওই পুরস্কারে ব্রাহ্মণবাড়িয়ার কারো নাম থাকবে বলে আশা প্রকাশ করা হয়। সাংবাদিক আরজু তার বক্তব্যে এমন পুরস্কারকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। এজন্য তিনি বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতে তিনি অ্যাওয়ার্ডটিকে তিনি পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসী তথা সহকর্মীদের প্রতি উৎসর্গ করে দেন।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ