ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-০৬-০৫ ১৩:১৮:০০
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুন্নেছা প্রমূখ।
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে এবং বাল্য বিবাহ রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, কাজী, পুরোহিতসহ সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।