ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
  • মোঃ নাজমুল হোসেন
  • ২০২২-০৬-০৫ ১০:১৪:৫৮
সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন"-প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে রোববার (৫ জুন) দিবসের সকাল ৯ টায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ ড. ফারুক আহাম্মদ। পরে র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদশিক্ষণ করে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়াম শেয হয়। র‌্যালি শেষে শহিদ এম. মনসুর আলী অডিটরিয়ামে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল গফুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। প্রধান অতিথি ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রতিটি জেলায় একযোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার পরিবেশ উন্নয়নে ওপর গুরুত্ব্ আরোপ করেছেন। পরিবেশের উন্নয়নের মধ্যদিয়েই আমরা পেতে পারি একটি উন্নত স্বাস্থ্যকর পরিবেশের বাংলাদেশ। দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ মোহাম্মদ মনির হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী প্রমুখ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী