বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
- এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
-
২০২২-০৬-০৫ ১০:১১:৪২
- Print
বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উদ্ যাপন উপলক্ষে
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে
পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন রবিবার সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে পটুয়াখালী সার্কিট হাউস চত্বর থেকে বিশ্ব পরিবেশ দিবস উদ্ যাপন উপলক্ষে এ বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্ট চত্বরে এসে উক্ত র্যালি শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী সাইফুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, পটুয়াখালী। পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একে এম মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান ও পটুয়াখালী পরিবেশ আন্দোলন ( বাপা)'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মানষ কান্তি দত্ত।
এছাড়াও এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি জালাল আহমেদ। উক্ত র্যালিতে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোহাম্মদ মিজানুর রহমান ও আলোচনা সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ হুমায়ুন কবির, পটুয়াখালী জেলা সমাজ সেবা অফিসার শীলা রানী দাস সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা - কর্মচারী বৃন্দ, পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা - কর্মচারী গন, সুধীজন ও পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: ''একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন " এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব পরিবেশ দিবস -২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।