ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
সাংবাদিক অপুর ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-০৬-০৪ ০৭:০৫:১৪
সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টার প্রতিবাদ এবং আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজিত মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন পটুয়াখালীতে কর্মরত সাংবাদিকরা। এসময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা এই প্রথম নয়। কিন্তু এর কোনো বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেশি সাহস দেখানোর সুযোগ পাচ্ছে। কিন্তু এভাবে দিনের পর দিন চলতে পারে না। হামলা করে কোনো সাংবাদিকের কলম বন্ধ করা যায়নি, যাবেও না। মানববন্ধন ও বিক্ষোভ সামাবেশে বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামছুল রহমান ইকবাল, সাধারন সম্পাদক মুজাহীদুল ইসলাম প্রিন্স , পটুয়াখালী সময় টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন বাদল, পটুয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি জালাল আহাম্মেদ, সহ স্থানীয় সাংবাদিকরা। ঘটনার ছয় দিন পর পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে গতকাল তিনজনকে গ্রেফতার করেছে বরিশাল পুলিশ । তবে এ ঘটনায় মূল হোতা ট্যারা হাবিব, জেহাদুল ইসলাম জেহাদসহ বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। ২৯ মে বিকেল সাড়ে ৩টায় সময় বাসা থেকে সময় টিভির বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরোপ্রধান অপূর্বকে অপহরণের চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই সারা দেশের সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ