ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
বিশ্বে করোনায় প্রাণহানি ৫ লাখ ৩৩ হাজার
  • Desk Report
  • ২০২০-০৭-০৬ ০১:২২:০৩

বিশ্বে বর্তমানে আক্রান্ত ১ কোটি ১৩ লাখ ৯৮ হাজার। প্রাণহানি ৫ লাখ ৩৩ হাজার। সুস্থ হয়েছেন ৬১ লাখেরও বেশি।

করোনায় ৬ লাখ ৯০ হাজার আক্রান্ত নিয়ে রাশিয়াকে পেছনে ফেলে এখন তৃতীয় অবস্থানে ভারত। ২৪ ঘণ্টায় ভারতে আরও ২৫ হাজার রোগী শনাক্ত হয়। নতুন ৬১৩ জনের মৃত্যুর পর দেশটিতে প্রাণহানি ১৯ হাজার।

যুক্তরাষ্ট্রে আরও ৫২ হাজার শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ২৮ লাখ ৩৯ হাজার। দক্ষিণ আফ্রিকায় একদিনে সর্বোচ্চ ১০ হাজার, ব্রাজিলে ২৬ হাজার এবং পেরুতে আরও সাড়ে ৩ হাজার শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে লকডাউনের মধ্যেই একদিনে আরও ১২৭ জন আক্রান্ত।

ইরানে নতুন করে ১৬৩ জনের মৃত্যুর পর, প্রাণহানি সাড়ে ১১ হাজার ছাড়ালো। এ অবস্থায় সড়ক ও কর্মস্থলে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে, হাউস অব কমন্সে অক্সফোর্ডের গবেষণা দলের প্রধান সারাহ দাবি করেছেন, তাদের তৈরিকৃত টিকা দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে।

 

ওয়াশিংটন ডিসিতে প্রধান বিচারপতি ও এটর্নি জেনারেলকে রাজকীয় সংবর্ধনা
এই প্রথম ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
ইতালির স্বাধীনতা দিবস উদযাপনে ভেনিস বাংল স্কুল
সর্বশেষ সংবাদ