ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ১ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদাল
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২২-০৬-০২ ০৭:৫৪:১৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে কোন প্রকার অনুমতি ছাড়া অবৈধভাবে একটি রেডিমিক্স কোম্পানী বালু উত্তোলন করেছে। বালু উত্তোলনের সময় হাতেনাতে ধরে রেডিমিক্স কোম্পানীটিকে ১ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বীর প্রতীক গাজী সেতুর উত্তরপাশের মাঝিনা নদীর পার এলাকায় অবৈধভাবে এ বালু উত্তোলনের ঘটনা ঘটে। কায়েতপাড়া ভূমি অফিসের তহসিলদার আব্দুল জলিল জানান, মাঝিনা নদীরপাড় এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে করিম অ্যাসফাল্ট এন্ড রেডিমিক্স নামে একটি কোম্পানী গড়ে তোলা হয়। ওই কোম্পানীর নিয়োজিত কর্মকর্তারা শীতলক্ষ্যা নদীতে ড্রেজার স্থাপন করে এবং ১৮ ইঞ্চি পাইপলাইনের মাধ্যমে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে কোম্পানীটির ক্রয়কৃত জমি ভরাট করতে থাকে। এসময় স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামে নেতৃত্বে প্রশাসন শীতলক্ষ্যা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ঘটনার সত্যতা পান। পরে প্রতিষ্ঠানটিকে নগদ ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ড প্রদান করেন। এসময় তাৎক্ষনিক কোম্পানীটির ফ্যাক্টরী ম্যানেজার ইঞ্জিনিয়ার গোলাম রসূল জরিমানা টাকা পরিশোধ করেন। এছাড়া অপরাধ সত্যতা স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড করবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, স্থানীয় প্রভাবশালী, জনপ্রতিনিধি ও বিআইডব্লিটিএ কতর্ৃপক্ষকে ম্যানেজ করে গত ৪ দিন ধরে এই রেডিমিক্স কোম্পানীটি বড় ধরনের ড্রেজার স্থাপন করে ১৮ ইঞ্চি পাইপের মাধ্যমে প্রায় ৫ বিঘা পুকুর ভরাট করে ফেলেছে। প্রায় অর্ধকোটি টাকার বালু উত্তোলন করা হয়। কোম্পানীটিকে ১ লাখ জরিমানা করলে তো তাদের লোকসান নেই। কোম্পানীটি শীতলক্ষ্যা নদী ভরাট করে প্রায় ৪-৫ বিঘা জমি দখল করার অভিযোগ করেছে এলাকাবাসী। এ ব্যাপারে করিম অ্যাসফাল্ট এন্ড রেডিমিক্স কোম্পানীর ফ্যাক্টরী ম্যানেজার ইঞ্জিনিয়ার গোলাম রসূল বলেন, আসলে বিষয়টি আমরা বুঝতে পারিনি। অবৈধভাবে বালু উত্তোলন করে আমরা অন্যায় করেছি। এমন ভূল আর ভবিষ্যতে হবে না। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম বলেন, নদীরক্ষা কমিশনের কতর্ৃপক্ষ সঙ্গে নিয়ে শীতলক্ষ্যা ও বালু নদী দূষণ ও দখলমুক্ত করতে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ