ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
পটুয়াখালীতে ভিটামিন এ খাবে আড়াই লাখ শিশু
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-০৬-০২ ০৫:২৫:২৯
আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৪ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনে পটুয়াখালীতে প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালেয়ে ইপিআই ভবন মিলনায়তনে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান। তিনি আরো জানান, জেলায় মোট এক হাজার আট শত সাতাশটি অস্থায়ী কেন্দ্রে ছয় মাস থেকে এগারো মাসের পঁচিশ হাজার আট শত উনআশি জন শিশুকে নীল রংয়ের এবং দুই লক্ষ উনিশ হাজার নয় শত ষাট জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। কোন শিশু যাতে এই ক্যাম্পেইনের আওতা থেকে বাদ না পরে তাই বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, খেয়াঘাটে অস্থায়ী টিকা কেন্দ্র স্থাপন করা হবে। এ সময় জেলা তথ্য অফিসার অনিমেষ সাহা পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
ডেঙ্গুতে আক্রান্ত ৬৭ জন হাসপাতালে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮২
বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত