ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী স্বাস্থ্য সেবা হেলথ্ ক্যাম্পের উদ্বোধন
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২২-০৫-৩১ ০৭:৪২:২৭
সিরাজগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র আওতায় ২০২০-২১ অর্থ বছরের ভাতা প্রাপ্ত উপকার ভোগীদের জন্য হেলথ্ ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল ১০ টায় শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী হেলথ্ ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিভিল সার্জন রাম পদ রায়, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল্লাহেল কাফী, ৫ নং ওয়ার্ড পৌর কাউন্সিল মামুনুর রশীদ মামুন, মহিলা পৌর কাউন্সিল স্বপ্না হাবীব, মহিলা পৌর কাউন্সিল রুমানা রেশমা প্রমূখ। ভাতা প্রাপ্ত উপকার ভোগীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারী-পুরুষ সকলের স্বাস্থ্য সেবার উন্নয়ন, কর্মজীবি ল্যাকটেটিং মাদার ও তাদের সন্তানদের সুচিকিৎসা প্রদান ও নারীর ক্ষমতায়নসহ উন্নয়নমুখী কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একটা সমাজকে পরিবর্তন করতে নারীরাই অগ্রনী ভূমিকা পালন করে থাকে। সংসারের যাবতীয় কাজ মায়েদের করতে হয়। কর্মজীবি ল্যাকটেটিং মাদারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভাতা প্রদান অব্যাহত রেখেছে সরকার। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর রেখে শিশুকে সুরক্ষা ও নিরাপত্তা দেয়ার অধিক দায়িত্ব মায়েদের। জন্ম নেয়ার পর পর শিশুকে বুকের শাল দুধ খাওয়াতে হবে। কারণ শাল দুধ শিশুর প্রতিরোধ ক্ষমতা তৈরী করে। একটি শিশু সুস্থভাবে বেড়ে উঠতে মায়ের দুধের বিকল্প নেই। এসময় উপ-পরিচালক কার্যালয় মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ, অফিস সহকারী শ্রীধাম চন্দ্রশীল, ক্রেডিট সুপার ভাইজার মোঃ বাবুল আকতার, আবু হাসিব মল্লিক, প্রশিক্ষক ফাহমিদা খাতুন সহ ভাতাভোগী মহিলারা উপস্থিত ছিলেন।শেষে উপস্থিত ১৫০ জন কমজীবি মায়েদের হাতে মাস্ক, স্যালাইন, সাবান, গুঁড়ো দুধ তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। উল্লেখ্য,কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের কর্মসূচির মোট ১৪০০ জন ভাতা ভোগীদের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ে আগামী ২ জনু পর্যন্ত এই ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে বলে জানা গেছে।
বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত
টাঙ্গাইলে বুরো হাসপাতালের শুভ সূচনা
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন