প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদে-- পটুয়াখালীতে মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
-
২০২২-০৫-৩১ ০৩:৩৪:২২
- Print
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলের নেতা কর্মীর অশালীন উক্তি, নানারকম বিদ্রুপ, কটুক্তি করার প্রতিবাদে পটুয়াখালীতে মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও নারী সমাবেশ অনুষ্ঠিত।
আজ ৩১ মে মঙ্গলবার বেলা ১১ টায় শহীদ আলাউদ্দিন শিশু পার্ক হতে জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে নারী সমাবেশের আয়োজন করা হয়।
কাজী কানিজ সুলতানা হেলেন এর সভাপতিত্বে ও পৌর শাখা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকির সঞ্চালনায় নারী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন ব্যানার্জী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, সাংগঠনিক সম্পাদক মিতু শিকদার প্রমুখ।