ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
মনোহরদীতে ২ চেয়ারম্যান প্রার্থী দল থেকে বহিস্কার
  • মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
  • ২০২২-০৫-৩০ ০৬:৩৬:১৬
মনোহরদীতে ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকায় ২ আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। নরসিংদী জেলা আওয়ামী লীগ রোববার এ বহিস্কারাদেশ প্রদান করেন। মনোহরদীর খিদিরপুর ইউনিয়নে ২ আওয়ামী লীগ নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ১৫ জুনের ইউপি নির্বাচনে তারা দল মনোনীত প্রার্থী রমিজ উদ্দীন মাষ্টারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে স্থানীয় নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে প্রচুর বিরোধ বিভক্তি সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে নরসিংদী জেলা আওয়ামী লীগ খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জামিলকে বহিস্কার করেছে। একই অভিযোগে খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি বজলুর রহমান বজলুও বহিস্কৃত হন। মনেোরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,গতকাল রোববার খিদিরপুরের এক নির্বাচনী সভায় নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি এ বহিস্কারাদেশ ঘোষনা করেছেন।একই সাথে চরমান্দালিয়া ও কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের দু সভাপতি ও নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনিছ উদ্দীন শাহীন ও মাহবুবুর রহমান দুলালকেও ২ দিনের সময় দিয়ে সতর্ক করা হয় বলেও জানান তিনি।
শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ