ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৫-২৯ ১২:০১:০১
দিনাজপুর রামনগরের চামড়া পট্টি সমাজসেবা কর্মকর্তা মোখলেসুর রহমানের ভাড়াটিয়া মুক্তার হোসেন ৪৪ নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে ঝুলে থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকাল ৪ টর দিকে টিনশেডের ফ্যানের সাথে ঝুলে থাকা লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা কারী মুক্তার হোসেন 44 নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাকরইল ডাকঘরস্থ নকুচা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। ১ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলি স্বপন বলেন নিহত মুক্তার হোসেন একটি কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন। সমাজসেবা অফিসার মোখলেছুর রহমানের একটি টিনশেডের বাসায় স্ত্রী এক মেয়ে নিয়ে ভাড়া থাকতেন মুক্তার হোসেন। স্থানীয়দের কয়েকজনের উদ্ধৃতি দিয়ে কাউন্সিল আরোও বলেন, মুক্তার হোসেন তার স্ত্রীর সাথে মনমালিন্যে খবর শোনা যেত তারই ধারাবাহিকতায় আজকে দুপুরে তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরেই স্ত্রীকে শারীরিক আঘাত করে।এতে স্ত্রী আঘাতপ্রাপ্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য চলে যায়। এদিকে বাড়িতে কেউ না থাকায় নিজেই তার কক্ষে বিছানার উপরে সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁসি লাগিয়ে ঝুলিয়ে থাকে। স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত মোক্তার হোসেনের লাশ উদ্ধার করে পোস্টমডার্ন এর জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নুর আলম সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা মুক্তারের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী