সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের উদ্যােগে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
- সিরাজগঞ্জ প্রতিনিধি
-
২০২২-০৫-২৮ ০৭:৩৯:৫৯
- Print
সারা দেশের ন্যায়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের উদ্যােগে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
" মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে এবারের এই শ্লোগানকে সমানে রেখে শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১০ টায় ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল প্রাঙ্গণে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপসেবা তত্ত্বাবধায়ক( ভারপ্রাপ্ত) শুক্লারানী চক্রবর্তী প্রমূখ।
নিরাপদ মাতৃত্ব দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তরা বলেন, কোনো মায়ের প্রসব যেন বাড়িতে না হয় সে জন্য প্রত্যেককেই সচেতন থাকতে হবে।
এছাড়া নিরাপদ প্রসবের জন্য স্বাস্থ্য কেন্দ্রগামী করার জন্য গর্ভবতী মায়েদের পরামর্শ দিতে হবে।
এসময় নার্সিং সুপার ভাইজার আলপনা সরেণ, হাসিয়া বেগম,মিজানুর রহমান সহ নার্সিং কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।