ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন আইনমন্ত্রী আনিসুল হক
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-০৫-২৭ ০৮:১৭:৩৫
- Print
‘সরকার পদ্মাসেতু থেকে হাজার কোটি টাকা পাচার করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে দেশের জনগনের টাকায় স্বপ্নের পদ্মাসেতু দাঁড়িয়ে যাওয়ায় বিএনপির হিংসা হচ্ছে যা তাদের সহ্য হচ্ছেনা। তাই তারা নানা ধরণের অপপ্রচার করছে। মূলত দেশের ভাল হউক তারা তা চায় না। তারা মিথ্যা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্ত। মন্ত্রী দেশের মানুষকে এ ধরনের অপপ্রচারে কান না দিতে আহ্বান জানান। তিনি আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর ও চানপুর আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আশ্রয়ণ প্রকল্প নিয়ে দেশের কোথাও দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।