ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৫-২৬ ১৪:৪৫:৪৯
ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উড়ানোর মধ্যদিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার। উদ্বোধনী দিনে বালক পর্যায়ের খেলায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৩-১ গোলে নাসিরনগর উপজেলাকে পারজাতি করেন এবং বালিকা পর্যায়ে ট্রাইব্রেকারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ২-১ গোলে নাসিরনগর উপজেলাকে পরাজিত করেন। টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভা অংশগ্রহন করছে।
জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ
নারী ফুটবলারদের সমস্যা লিখিতভাবে চাইলেন ড. ইউনূস
রদ্রিই জিতলেন ব্যালন ডি’অর