ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মনোহরদীতে দেড় বছরে ও শেষ হয়নি সড়কের নির্মাণ কাজ, জনদূর্ভোগ চরমে
  • মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  • ২০২২-০৫-২৬ ০১:৫২:৩১
নরসিংদীর মনোহরদীতে বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারনে কাচা রাস্তা পাকা করণের কাজ মুখ থুবড়ে পড়ে আছে। উপজেলার শুকুন্দী ইউনিয়নের উত্তর নারান্দী মাটির বাসন রেস্টুরেন্টের নিকট হইতে সুতালরী কান্দা সংযোগ সড়কের উত্তর নারান্দী ঈদগাহ পর্যন্ত ৫০০ মিটার সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, প্রায় দেড় বছর আগে এ সড়কের কাজের উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত রাস্তার কাজ শেষ হওয়ার কোন সম্ভাবনা দেখছেন না তারা।দোয়েল কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ সড়কের কাজের দায়িত্ব পায়।এলাকাবাসী জানায়, অল্প কিছু দিনের মধ্যেই সড়কের বক্স কেটে বালি ও ইটের খোয়া ফেলা হয়। এরপর এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এর কাজ শেষ করতে পারেনি। এখন এ সড়ক দিয়ে এলাকার মানুষের চলাচল খুবই কষ্টকর হয়ে পড়েছে। এবারের ঈদের নামাজে ও তাদের আসতে হয়েছে সড়কে জমে থাকা পানির উপর দিয়ে। আশপাশের জমির ধান ও নিয়ে যেতে কষ্ট হয়েছে তাদের। মো.তোফাজ্জল হোসেন নামে একজনের সাথে কথা হলে তিনি জানান, প্রায় এক বছর আগে সড়কের কাজ শুরু হলেও এখনো শেষ হওয়ার কোন সম্ভাবনা নেই। দীর্ঘদিন ধরে রাস্তার কাজ বন্ধ রয়েছে। এ সড়কের অনেক জায়গা ভেঙ্গে পড়ে গেছে। এ সড়কের জন্য এলাকার মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে অনেক বেশী। তাই তার দাবী দ্রুত সময়ের মধ্যে যাতে এ সড়কের কাজ শেষ করা হয়।এছাড়াও গ্রামের পঞ্চাশোর্ধ্ব কফিল উদ্দিন ওই রাস্তা ধরে বাইসাইকেল নিয়ে হেঁটে হেঁটে নারান্দী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কথা হয় তার সঙ্গে। তিনি টিপ্পনী কেটে বলেন, আমরা কইলে তো দোষ হইবো। কোন মানুষ যে এই রাস্তার কাম পাইছে আল্লায় ভালো জানে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দোয়েল এন্টারপ্রাইজের মালিকের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মনোহরদী উপজেলা প্রকৌশলী মো.মীর মাহিদুল ইসলাম বলেন, আমি সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে একাধিকবার কথা বলেছি রাস্তাটির নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য।আশা করি ঠিকাদারী প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির নির্মাণ শেষ করবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী