ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর ফুলবাড়ীতে মুদি দোকানদারকে হত্যার পর লাশ গুমের মামলায় ৩ জনের ফাঁসি ও ৪ জনের যাবজ্জীবন
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৫-২৩ ০৮:৩২:৫৪
দিনাজপুর ফুলবাড়ীতে মুদি দোকানদারকে হত্যার পর লাশ গুমের মামলায় ৩ জনকে মৃত্যুদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত । আজ সোমবার বিকাল ৪ টার দিকে দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিচারক মেহেদী হাসান মন্ডল এ রায় প্রদান করেন। আদালতে রায় প্রদানের সময় সকল আসামীর উপস্থিতিতেই এই রায় প্রদান করা হয়। মৃত্যুদন্ড আসামিরা হলো জেলার ফুলবাড়ী উপজেলার গড়পিংলাই গ্রামের আজিজ মিয়ার আতায়ার ওরফে আতর আলী (৩৮) এই গ্রামের আজাহার আলীর ছেলে রেজাউল করিম বাবু (৩৫) ও এই গ্রামের তাহের উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৩০)। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলো এই উপজেলার গড়পিংলাই গ্রামের আজাহার আলীর দুই ছেলে গোলাম রব্বানী (৩০) ও একরামুল হক (৩৪) একই গ্রামের ইদ্রিস আলীর জাহাঙ্গীর আলম (৪০) এবং একই গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে সাঈদ আলী (৪৫) উল্লেখ্য যে গত ২১ আগষ্ট ২০০৯ তারিখে জেলার ফুলবাড়ী উপজেলার গড়পিংলাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুমায়ন কবীর (২৪) কে স্থানীয় জয়গঞ্জ বাজার থেকে রাত ১০ টার দিকে বাড়ীর যাওয়ার পথে এমআইবি ইটের ভাটায় ভিতওে নিয়ে ইট দিয়ে মাথা থ্যাতলিয়ে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ইটের স্তপের মধ্যে ঢুকিয়ে রাখে । পরে পুলিশ রক্তমাখা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টে ময়না তদন্ত প্রতিবেদন ও আসামিদের জবাববন্দীর ভিত্তিতে চার্জশিট আদালতে প্রদান করে । দীর্ঘ সময় উভয় পক্ষের আইনজীবীদের তর্ক যুক্তিতর্কের ভিত্তিতে এই রায় প্রদান করা হয় । এই হত্যা মামিলায় ১৬ জন স্বাক্ষির জবাববন্দীর গ্রহন শেষে এই রায় প্রদান করা হয় । আসামিপক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট একরামুল আমিন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পিপি শাহ মোস্তাফিজুর রহমান টুটুল ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী