বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
- মিঠুন দাশ, বান্দরবান
-
২০২২-০৫-২২ ০৮:০৭:৪১
- Print
বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ মে) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে জেলা সদরের অরুণ সারকী টাউন হলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্টানটির ছাত্র-ছাত্রীদের হাতে এই পুরস্কার প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের চিফ জুড়িসিয়াল জর্জ মো.সাইফুর রহমান সিদ্দিকী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠনে বার্ষিক শিক্ষা, সাহিত্য, ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ ৬৫টি ইভেন্টে ১৯৫জন কে পুরষ্কার বিতরণ করা হয় এবং “সৃষ্টিসুখ” নামে একটি বার্ষিকীর মোড়ক উম্মোচন করেন অতিথিরা। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা।