ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পলাশে আওমীলীগের সম্মেলনকে কেদ্র করে উৎসবের ইমেজ
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০৫-১৪ ০৫:৩৩:১৪
নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাজ সাজ রব চারিদিকে, শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। কাউন্সিলে সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন সহযোগী সংগঠন বর্ধিত সভার মাধ্যমেও প্রস্তুতি নিচ্ছেন তাদের শক্তি জাগানোর জন্য। পলাশ উপজেলা আ: লীগের কিংবদন্তী নেতা সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ ও সাবেক সংসদ সদস্য কামরুল খাঁন পোটন দুই ভাইয়ের নেতৃত্বে পলাশ উপজেলা আ: লীগ শক্তিশালী সংগঠন হিসেবে রূপ নিয়েছে এবং পলাশ উপজেলা আ: লীগ নরসিংদী বর্তমানে জেলার মাঝে একটি রাজনীতির রোল মডেল পরিনীত হয়েছে। আগামী ১৬ মে ২০২২ কাউন্সিলে সভাপতি পদে একক প্রার্থী ডাক্তার আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ এমপি তার কোনো বিকল্প প্রার্থী নেই, তিনিই যোগ্য তিনি সেরা ভাবছেন তৃণমুল নেতা কর্মীগণ। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নাম এসেছে তিনজন প্রার্থীর। এরা হচ্ছেন একজন বর্তমান সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা। দ্বিতীয়জন জেলা আ: লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিনারদী ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক কামরুল ইসলাম গাজী। তৃতীয়জন হচ্ছেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি কারী উল্লাহ সরকার।চতুর্থ জন নেতা কর্মিদের মুখে শোনা যায় তৃণমূল থেকে উঠে আসা বর্তমান পলাশ উপজেলার আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল আলী ভুইয়া। উপজেলা আ: লীগ ও ইউনিয়ন আ: লীগ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাপ করে জানা গেছে, পলাশ উপজেলা আওয়ামী লীগের কিংবদন্তি নেতা বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য যাকেই সেক্রেটারী মনোনীত করবেন তারা সেই সিদ্ধান্ত মেনে নিবেন। সভাপতি প্রার্থী হিসেবে ডাক্তার দিলীপ অপ্রতিদ্বন্দ্বী এবং সাধারণ সম্পাদক হিসেবে পাল্লা ভারী এক সময়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিনারদী ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আ: লীগের সভাপতি সভাপতি কামরুল ইসলাম গাজী। অপরদিকে পরীক্ষিত নেতা ওবায়দুল কবির মৃধা কারী উল্লাহ সরকার রয়েছেন আলোচনায় । পলাশ উপজেলা ঘুরে দেখা যায় ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সর্বস্তরে বয়ে যাচ্ছে উৎসবের আমেজ এবং পলাশ উপজেলা আ: লীগের কাউন্সিল হবে দেশসেরা, প্রায় বিশ পঁচিশ হাজার লোকের সমাগমের মধ্য দিয়া। তাছাড়াও নব-নির্বাচিত ঘোড়াশাল পৌরসভার মেয়র উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল্ মুজাহিদ হোসেন তুষারও সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সম্মেলনকে সফল করার জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন। এদিকে প্রচার কমিটির আহবায়ক কারীউল্লাহ সরকার জানান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি এমপি, আ: লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আ: লীগের মহিলা সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপিসহ আরো অনেকে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। একটি জাতীয় মানের সম্মেলন হবে পলাশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ