ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২২-০৫-১২ ০৭:৪৭:২৬
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে বৃহস্পতিবার সকালে জেলা নার্সেস এসোসিয়েশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালে শহাদী ডাক্তার মিলন সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ। জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি ফেরদৌসি বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আরএমও রানা নুরুশ শামস, সাবেক তত্বাবধায়ক ডাক্তার মোঃ শওকত হোসেন, ডাক্তার খোকন দেবনাথ, মারিয়া পারভীন। পরে অতিথিবৃন্দ কেক কেটে দিবসটি পালন করেন। অনুষ্ঠানে জেলা নার্সেস এসোসিয়েশনের সদস্যবৃন্দসহ নার্সিং ইন্সস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।