পাবনার ৩ জন কৃতী সন্তান সহ ৬জন ডিআইজি পদে পদোন্নতি পেলেন
- আলমগীর কবীর হৃদয়, পাবনা
-
২০২২-০৫-১২ ০৭:৪৫:০৮
- Print
পুলিশের ডিআইজি পদে পদোন্নতি পেলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব জয়দেব কুমার ভদ্র, পাবনার তিন কৃতীসন্তান- মো. মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম (চাটমোহর), মো. মাহবুবুর রহমান,বিপিএম, পিপিএম (পাবনা সদর)
এবং মো. সাইফুল ইসলাম, বিপিএম (ঈশ্বরদী)।
এ ছাড়াও পাবনা জেলায় দায়িত্ব পালন করা সাবেক দুই পুলিশ সুপার জনাব জেহাদুল কবির ও জনাব মিরাজউদ্দীন আহমেদ ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।