ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রূপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২২-০৫-০২ ০৬:৫৫:১৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরী বোনের মৃত্যু। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ১৩ বছর বয়সী চাঁদনী আক্তার ও ১১ বছর বয়সী সায়মা আক্তার। তাদের বাড়ি রূপগঞ্জের তালাসপুরে। তারা পরিবারের সাথে বড়ালু এলাকায় ভাড়া থাকে। রাত সাড়ে ১১ টার দিকে রূপগঞ্জ থানার পুলিশ পরির্দশক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল স্থানীয় গনি মিয়ার পুকুরে গোসল করতে যায় দুই বোন। তাদের মধ্যে প্রথমে একজন জন পানিতে পড়ে যায় তাকে বাঁচাতে যায় আরেক বোন। তবে তারা কেউ সাতাঁর জানতো না। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলো চিকিৎসক দুই বোনকেই মৃত্যু ঘোষনা করেন। সেখান থেকে তাদের লাশ নিয়ে বাড়িতে চলে যায় পরিবারের সদস্যরা। এ কারণে ঘটনা প্রকাশ পায়নি। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পরিবারের সদস্যরা জানায় তারা দুই বোনই সাঁতার জানতো না তবুুও মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে পুলিশ একটি অপমৃত্যু মামলা করে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি জানান, ময়না তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী