ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বান্দরবানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করলেন পার্বত্যমন্ত্রী 
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-০৫-০১ ০৭:৫১:৪৩
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।  রবিবার (১লা মে) বিকাল ৪টায় বান্দরবান স্থানীয় রাজার মাঠে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে প্রায় ১ হাজার ৫শত গরীব ও অসহায়দের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয় । এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও অসহায়দের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।   অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কেউ না খেয়ে নেই। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও অসহায়দের পাশে আছেন আর আগামীতেও থাকবেন। এসময় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,  জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, সদস্য মোঃ মহিউদ্দিন, রোটারিয়ান আনিসুর রহমান সুজন'সহ প্রমুখ।  অনুষ্ঠানে প্রায় ১হাজার ৫ শত গরীব ও অসহায়দের মাঝে (প্রতিজনকে) সেমাই ১.৫ কেজি, চিনি ১ কেজি, নারিকেল ১ পিচ, কিচমিচ ১০০ গ্রাম ও দুধের প্যাকেট ৭৫ গ্রাম প্রদান করা হয় ।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ