ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
সয়াবিন তেলের দাম ২০ টাকা বেশি রাখায় ৩০ হাজার টাকা জরিমানা
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৪-২৬ ০৮:২০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে ২০ টাকা বেশি রাখায় সয়াবিন তেলের এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । মঙ্গলবার (২৬ এপ্রিল) জেলা শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। অভিযান শেষে মেহেদী হাসান সাংবাদিকদের জানান, বোতলজাত তেলের দাম বেশি রাখার অভিযোগের প্রেক্ষিতে বসুন্ধরা সয়াবিন তেলের ডিলার মেসার্স শেফা এন্টারপ্রাইজ/হান্নান ট্রেডিং এর সত্ত্বাধিকারী মোহাম্মদ রাসেলের গোডাউনে ঝটিকা অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা ক্রেতা সেজে ফোনে কথা বললে ডিলার ৫ লিটার সয়াবিন তেলের বোতলের মূল্য ৭৬০ টাকার বদলে ৭৮০ টাকা দাম চান। অভিযানে এক ক্রেতার কাছে ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ৭৬০ টাকার বদলে ৭৮০ টাকায় বিক্রি করার সময় ডিলারকে হাতেনাতে ধরা হয়। পরে এ ঘটনায় ডিলার রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ