ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৪-২৫ ০৫:৩১:০৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আবু বক্কর (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে কসবা উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বক্কর ওই গ্রামের আলফাজ আলীর ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সবুজ পলাতক আছেন। তিনি একই গ্রামের রুকু মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, বক্করের সাথে তার প্রতিবেশী সবুজের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। তারা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা হন। বিরোধের জেরে সোমবার সকালে সবুজ তার চাচা বক্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত সবুজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ