ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দিনাজপুরে তৃতীয় পর্যায়ে ১৮৫৬টি বাড়ি ঈদ উপহার হিসেবে প্রদান করেছেন প্রধানমন্ত্রী
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৪-২৪ ১০:২৭:০১
দিনাজপুর জেলায় ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ক শ্রেণীর পরিবারের সংখ্যা ও পূর্ণবাসন এর জন্য গৃহীত কার্যক্রম উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে চারটার দিকে দিনাজপুর জেলা প্রশাসকের কাঞ্চন অডিটরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। আগামী 26 এপ্রিল 2022 প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ের জমিসহ গৃহহীন কার্যক্রমের উদ্বোধন করা হবে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেন, দিনাজপুর জেলায় মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে 4764 টি এবং দ্বিতীয় পর্যায়ে 3125 টি মোট 7889 গৃহ নির্মাণ করেছেন। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সকল পরিবারের অনুকূলে কবুলীয়ত ও নামজারি সম্পন্ন হয়েছে। সাথে সকল গৃহে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় তৃতীয় পর্যায়ে দিনাজপুর জেলায় 2729 বাড়ি বরাদ্দ পাওয়া গেছে। তারমধ্যে আগামী 26 এপ্রিল দিনাজপুর জেলায় 1856 টি ঘরের সম্পন্ন হয় প্রধানমন্ত্রী কর্তৃক এই ঘর হস্তান্তর করা হবে। এ সময় জেলা প্রশাসক বলেন দিনাজপুর জেলার বিরল উপজেলার মধ্যে রয়েছে 47 বাড়ি, সদর উপজেলা 70 টি, বোচাগঞ্জ উপজেলা 90 টি, কাহারোল উপজেলায় 80টি, বীরগঞ্জ উপজেলায় 155 টি, খানসামা উপজেলায় 295 টি, চিরিরবন্দর উপজেলা 110 টি, পার্বতীপুর উপজেলায় 98 টি, ফুলবাড়ী উপজেলায় 144 টি, নবাবগঞ্জ উপজেলায় 250 টি, বিরামপুর উপজেলায় 195 টি, হাকিমপুর উপজেলা 40টি এবং ঘোড়াঘাট উপজেলায় 282 টি বাড়ি গৃহহীনদের মাঝে ঈদ উপহার হিসেবে প্রদান করা হবে।
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা