ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় “মজিদ নাহার ফাউন্ডেশন”র উদ্যোগে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৪-২৪ ০৯:০৯:০৫
ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫শতাধিক পরিবারের মাঝে প্রায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে “মজিদ নাহার ফাউন্ডেশন” এর উদ্যোগে শহরের দি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই ঈদ সামগ্রীতে ছিল ৫ কেজি চাল, ১ কেজি পোলাওর চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা বুট, ১ কেজি আটা, ১ কেজি চিনি, ১ পেকেট টেং, ১ পেকেট সেমাই ও নুডুলস ১ পেকেট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন। মজিদ নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ। এসময় বক্তারা বলেন, এ সংগঠনটি বিগত ১২ বছর যাবৎ তাদের এই মানববিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এতে অনেক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছে। তাদের এই কার্যক্রম সকলের জন্য অনুপ্রেরিত।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ