ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় “মজিদ নাহার ফাউন্ডেশন”র উদ্যোগে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৪-২৪ ০৯:০৯:০৫
ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫শতাধিক পরিবারের মাঝে প্রায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে “মজিদ নাহার ফাউন্ডেশন” এর উদ্যোগে শহরের দি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই ঈদ সামগ্রীতে ছিল ৫ কেজি চাল, ১ কেজি পোলাওর চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা বুট, ১ কেজি আটা, ১ কেজি চিনি, ১ পেকেট টেং, ১ পেকেট সেমাই ও নুডুলস ১ পেকেট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন। মজিদ নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ। এসময় বক্তারা বলেন, এ সংগঠনটি বিগত ১২ বছর যাবৎ তাদের এই মানববিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এতে অনেক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছে। তাদের এই কার্যক্রম সকলের জন্য অনুপ্রেরিত।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী