ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পুলিশের হস্তক্ষেপে ১৫ ঘন্টা অবরোধের পর দিনাজপুর থেকে সকল ধরনে যান চলাচল শুরু
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৪-২১ ০৯:৩৯:০৬
১৫ ঘন্টা মহাসড়ক অবরোধের পর দিনাজপুর জেলা পুলিশের সাথে শ্রমিক সংগঠনের নেতাদের ফলপ্রসূ আলোচনার পর দিনাজপুনর থেকে সকল ধরনের যান চলাচল শুরু হয়েছে । আজ বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ১৫ ঘণ্টা অবরোধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয় । গত বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স চালক ইব্রাহিম আজাদ (৩৩) কে মারধর ও ৫০ হাজার টাকা দাবি ও সরকারী অ্যাম্বুলেন্স ভাঙচুর , সরকারী কাজে বাধা দেয়ার নিদিষ্ট মামলায় বেসরকারি ৭ অ্যাম্বুলেন্স চালক কে গ্রেফতার পুলিশ । বেসরকারি অ্যাম্বুলেন্স এসোসিয়েশনের ৭ অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতারের প্রতিবাদে বেসরকারী অ্যাম্বুলেন্স চালক ও ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং বাস শ্রমিক ইউনিয়ন একত্রিত দিনাজপুর টু গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে । এতে করে শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের যাত্রীরা চরম বিপাকে পড়ে যায় । বৃহস্পতিবার সকালে এদিকে যাত্রী বাসে উঠানোকে কেন্দ্র করে দিনাজপুরের বালুয়াডাঙ্গায় সিএনজি চালকের সাথে বালুয়াডাঙ্গা বাস শ্রমিক সাথে সংঘর্ষেও ঘটনায় বালুয়াডাঙ্গা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাবলুকে পিটিয়ে গুরুতর আহত করে সিএনজি চালকেরা । এই ঘটনার প্রতিবাদেও দিনাজপুর জেলার সাথে অন্যান্য উপজেলার বাস চলাচল বিচ্ছিন্ন করে বাস শ্রমিকেরা । দিনাজপুরের বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বির নেতৃত্বে কয়েকজন শ্রমিক পুলিশ সুপার আনোয়ার হোসেনের সাথে ফলপ্রসু আলোচনা করার পর যান চলাচল স্বাভাবিক হয় । শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানানো হয় গ্রেফতার ৭ অ্যাম্বুলেন্স চালকে জামিনের বিষয়ে সহযোগিতা করতে হবে । আর বালুয়া ডাঙ্গার ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষী সিএনজি চালককে দ্রæত গ্রেফতার করতে হবে । পুলিশ তাদের এই দাবি মেনে নিলে মহাসড়কে অবরোধ তুলে দেয় । দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন শ্রমিক সংগঠনের নেতাদের সাথে ফলপ্রসু আলোচনার উভয় পক্ষ মেনে নেওয়ার প্রেক্ষিতে চলমান সমস্যার সমাধান হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন ।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত