বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে কৃষকদের কল্যানে কাজ করতে হবে - এম পি জ্যাকব।
- ভোলা প্রতিনিধি:
-
২০২২-০৪-১৭ ০৭:৪৫:৩০
- Print
ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল জ্যকব বলেন বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে কৃষকদের কল্যানে কাজ করতে হবে। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে সভায়
প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব আরো বলেন ‘বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই দেশের মাটিতে যে কোনো বীজ ফেললেই ভালো ফসল ফলে। অর্থনৈতিক উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষে কৃষকদের কল্যাণে ভূর্তুকি মূল্যে সার, বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকারের কৃষি বান্ধব কর্মসূচি কার্যক্রমের আওতায় মৌসুমী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের জন্য ভূর্তুকিমূল্যে কৃষিপণ্য বিতরণ অব্যাহত থাকবে।
রবিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চরফ্যাসন স্টেডিয়াম মাঠে ২১টি ইউনিয়ের কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণকালে এসব কথা বলেন এমপি জ্যাকব। এসময় ২০২১-২২ অর্থ বছর খরিপ-১/২০২২-২৩ আউশ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও ভূর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, ভাইস চেয়ারম্যান ছাদেক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক প্রমুখ।