ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রূপগঞ্জে ক্যাবল নেটওয়ার্ক অফিস ও আইসক্রীমের গোডাউনে আগুন
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • ২০২২-০৪-০৮ ১১:৫৫:৪৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যাবল নেটওয়ার্ক অফিস ও আইসক্রীমের গোডাউনে হামলা ভাংচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ভুক্তভোগী রাবিয়া আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী রাবিয়া আক্তার জানান, পূর্বাচল সাউথ ক্যাবলস নেটওয়ার্ক ও ইগলু আইসক্রীমের ডিলার নিয়ে তার স্বামী আমানউল্লাহ গুতিয়াবো এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। এ অবস্থায় স্থানীয় সন্ত্রাসী সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেন ও পারভেজ মিলে আমান উল্লাহর কাছে মোটা অংকের চাঁদা দাবি করলে তিনি তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ চীফ জুডিসীয়াল আদালতে মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে সন্ত্রাসী সাদ্দাম ও পারভেজ জামিনে বেরিয়ে আরো ভয়ংক হয়ে উঠে। এর জের ধরে গত ৩ এপ্রিল সাদ্দাম ও তার বাহিনীর পারভেজ, হালিম, গোলাম কিবরিয়া, আমির হোসেন, মোরগা সোহেল, কানা রফিকুল, আলামিন, আমিনুল, বুলেট মিল্লাত পিচ্চি শাহাদাতসহ অজ্ঞাত সন্ত্রাসীরা তার স্বামী আমান উল্লাহ অফিসে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। পরে রাবিয়া আক্তার ঘটনা জানতে পরে রূপগঞ্জ থানায় অভিযোগ করতে বাড়ি থেকে বের হলে সন্ত্রাসীরা গুতিয়াবো প্রাইমারি স্কুলের সামনে তাকে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করে। পরে রাত ৯ টার দিকে সাদ্দাম ও তার বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হয়ে ক্যাবল নেটওয়ার্ক অফিসে ব্যাপক ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ক্যাবল নেটওয়ার্ক অফিস ও ইগলু আইসক্রীমের গোডাউনে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসীদের দেওয়া আগুনে তাদের প্রায় ৩ কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে। এসময় তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী