ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাবনায় টিসিবির ২য় পর্যায়ের খাদ্যপণ্য বিতরণ শুরু
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২২-০৪-০৮ ১১:৪৭:৩২
পাবনায় আজ থেকে নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্য টিসিবির দ্বিতীয় দফা খাদ্য পণ্য বিতরণ শুরু হয়েছে। উক্ত খাদ্যপণ্য বিতরণ উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, পৌর মেয়র শরীফ উদ্দীন প্রধান ও পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কাউন্সিলর বৃন্দ। সরকার ষোষিত নিম্মআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যতে টিসিবির ফ্যামেলি কার্ডধারীদের ২য় দফায় ওয়ার্ড অনুযায়ী পণ্য বিতরনের তারিখ ও স্থান। এবারের প্যাকেজ মূল্য -৫৬০/- টাকা। ০৯/০৪/২২ তারিখে ১নং ওয়ার্ড (মক্তব মোড়) ১০/০৪/২২ তারিখ ০৩ নং ওয়ার্ড ও ০৪ নং ওয়ার্ড (ঘোষপাড়া ও ইমাম গাজ্জালী স্কুল) ১১/০৪/২২ তারিখ {৫,৬,৭,৮} নং ওয়ার্ড (ফজলুল হক পৌর উচ্চঃবিদ্যঃ-০৫/ আরিফুর গোরস্থান-০৬/ মালিগলি স্কুল-০৭ / লষ্কারপুর বিট পুলিশ ;ইয়াকুব ফিলিং স্টেশন-০৮ ) ১২/০৪/২২ তারিখ {৯, ১০ ,১১} নং ওয়ার্ড (সহীদ এম.এ মুনছুর আলী কলেজ-৯/ ইছামতি সঃপ্রাঃ বিদ্যাঃ-১০/ আর,এম একাডেমি-১১) ১৩/০৪/২২ তারিখ { ১২ ও ১৩ } নং ওয়ার্ড (চকপৈলানপুর সঃপ্রাঃবিদ্যাঃ-১২ ও আটুয়া ঈদগাঁ মাঠ-১৩ ) ১৬/০৪/২২ তারিখ ১৪নং ওয়ার্ড ও ১৫নং ওয়ার্ড (কাশিপুর১৪/বুদেরহাট১৫) শুধু মাত্র টি.সি.বি কার্ড ধারী দের জন্য
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা