ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে নির্বাহী প্রকৌশলীর যোগসাযোগে দিনের আলোতে উধাও ইট
  • গোপালগঞ্জ প্রতিনিধি:
  • ২০২২-০৪-০৮ ০৯:১৬:৪১
গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে দুর্নীতির যেন শেষ নেই। একের পর এক দুর্নীতির খবরে বিরক্ত গোপালগঞ্জবাসী। নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেনের নিয়মহীন কার্যকলাপে সড়ক ভবনের অনেক অফিসার ও কর্মচারীরাও অতিষ্ট। সম্প্রতি নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেনের যোগসাযোগে সড়ক ও জনপথ বিভাগ থেকে টেম্পুবাহী ট্রলি গাড়ীতে করে প্রায় ৩ হাজার পুরতান ইট নিয়ে গেছেন এক ঠিকাদার। গত বুধ ও বৃহস্পতিবার দুপুরে ট্রলি গাড়ীতে করে ইট যেতে দেখা যায় করপাড়া নামক এক এলাকায়। ইটবাহী গাড়ীর ড্রাইভার জানান, সড়ক ও জনপথ থেকে এক ঠিকাদার তার বাড়িতে ইট পৌছে দিতে বলেছে। তাই সে গাড়ীর ইট তার বাড়িতে নামিয়ে দেয়। এদিকে এই বিষয়নিয়ে প্রথমে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেনের সাথে প্রতিবেদক মুঠোফোনে কথা বল্লে তিনি বলেন, ইট নেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না, এমনকি কোথায় যাচ্ছে তাও তার অজানা। তবে পরবর্তীতে তিনি সাংবাদিকদের জানান, সড়ক ভবনের মধ্যে কিছু আবাসিকের সংস্কার কাজ করছে এক ঠিকাদার। সেখান থেকে বের হওয়া কিছু পুরাতন ইট টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের মেরামত কাজে তিনি পাঠিয়েছেন। এদিকে ইট নিয়ে যাওয়া ঠিকাদার নজরুল ইসলাম জানান, ওই পুরতান ইট তার গ্রামের বাড়ির এলাকার রাস্তা বেশ কিছু জায়গাতে গর্ত হয়েগেছে। সেখানে সংস্কার করার জন্য ব্যক্তিগত টাকা খরচ করে এক ট্রলি ইট তিনি নিয়েছেন। অন্যদিকে, সড়ক ও জনপথ বিভাগের কিছু অফিসার ও কর্মচারীরা জানান, নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন সড়ক ভবনের মধ্যের প্রায় সব ধরনের ঠিকাদারি কাজ টেন্ডারবিহীন তার নিজস্ব ঠিকাদারকে দেন। বিনিময়ে তিনি মোটা অংকের টাকা পকেট বন্দি করেন। কোন ঠিকাদারের সাহস নেই সরকারি ইট টেন্ডার বিহীন নিয়ে যাওয়া। এই সবকিছু গোপালগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেনের যোগসাযোগে হয়।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ