বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- বান্দরবান প্রতিনিধিঃ
-
২০২২-০৩-২৬ ০১:৫৫:৩২
- Print
বান্দরবান যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে । এসময় বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্বরণ করেছে জেলার সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দল, সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষ। শনিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষ্যে পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয় পৃথক কর্মসূচী। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেঘলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বাসস্টেশন এলাকায় মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভ এবং বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম'সহ বিভিন্ন সরকারী বিভাগ, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্থরের মানুষের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন । সকাল ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। পরে জেলা পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা কুঁচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণীতে অংশ নেন। এরপরে, সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচীর অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সোনার বাংলাদেশ গড়ার জোর শপত নেন। বক্তারা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুন্দর শান্তি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে একযোগে সকলকে কাজ করার আহ্বান জানান। যে স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বক্তব্যে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি পুলিশ সুপার জেরিন আখতার, জেলা ও দায়রা জজ মো: এহসানুল হক, জেলা জজ (নারী ও শিশু) মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দীসহ জেলা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ।