ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে পৌর ছাত্রলীগের উদ্দ্যোগে প্রদীপ শিখা প্রজ্জলন অনুষ্ঠিত
  • বান্দরবান প্রতিনিধিঃ
  • ২০২২-০৩-২৬ ০০:০২:২২
বান্দরবানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পৌর ছাত্রলীগের উদ্যোগে প্রদীপ শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে গণহত্যা দিবস উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পৌর ছাত্রলীগের আয়োজনে এই প্রদীপ শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। এসময় প্রদীপ শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে পৌর  ছাত্রলীগের সভাপতি সামির সাকির খান তামীম, সাধারন সম্পাদক শামীম আহমেদ, পৌর ছাত্রনেতা মামুনুর রশিদ, সাইফুল ইসলাম খোকন, আজগর আলী, ওয়াহিদুল ইসলাম'সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  এসময় পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি স্মরণ করেন ও এক মিনিট নীরবতা পালন করেন। এসময় পৌর ছাত্রলীগের সভাপতি সামির সাকির খান তামীম বলেন, ২৫ মার্চ কালো রাতে গণহত্যার মাধ্যমে স্বাধীনতায় বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল ওই রাজাকার-আলবদরদের তালিকা করে বিচারের দাবি জানান ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী