ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নবীনগরে প্যারোলে মুক্তি পেয়ে ছেলের নামাজে জানাজায় অংশ নিলেন পিতা
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২২-০৩-২৪ ০৭:৫৬:২৪
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কুড়িঘরে প্যারোলে মুক্তি পেয়ে ছেলের নামাজে জানাজায় অংশ নিলেন পিতা সোহাগ মিয়া। বুধবার (২৩ মার্চ) দুপুর ১১টা থেকে ৩টা পর্যন্ত ৪ঘন্টার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে প্যারোলে মুক্তি দেয়া হয়। সোহাগ মিয়ার পরিবার ও থানা পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সোহাগ মিয়ার ছেলে ইফরান( ৩) নবীনগর উপজেলার মেরাতলি গ্রামে তার নানার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে মারা যায় একমাত্র ছেলেকে শেষ দেখা দেখার জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তার পরিবার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সোহাগ মিয়া মুক্তি পেয়ে গ্রামের বাড়িতে যান এবং তার ছেলের জানাজায় অংশ গ্রহণ করেন। উল্লেখ, সোহাগ মিয়া আলোচিত জোরা খুন মামলায় এরশাদ ও বাদল হত্যা মামলার ৭নং আসামী।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী