ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুরে পূর্নভবা নদীতে গোসল করতে গিয়ে ডুবে এক শিশুর মৃত্য
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২২-০৩-২০ ০৭:৪৯:০৪

দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পূর্নভবা নদীতে গোসল করতে গিয়ে ফাহিম ইবনে রায়হান(১১) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

আজ রবিবার দুপুরে পূর্নভবা নদীতে গোসল করতে  গিয়ে এ ঘটনা ঘটে। শিশু ফাহিম ইবনে রায়হান দিনাজপুর পৌর এলাকার গোবরা পাড়ার রায়হান বাবুর ছেলে।

স্থানীয় ইয়াসির আরাফাত চয়ন বলেন, দুপুরে ফাহিম ইবনে রায়হান পাড়ার বেশ কয়েকজন সহপাঠীদের সাথে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া পূর্নভবা নদী তে গোসল করার এক পর্যায়ে ফাহিম গভীর পানিতে তলিয়ে যায়। তার সাথে গোসল করা অন্যান্য ছেলেরা চিৎকার করলে স্থানীয়রা কয়েকজন পুনর্ভবা নদী তে তল্লাশি চালিয়ে ফাহিম ইবনে রায়হান কে উদ্ধার করে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত আসাদুজ্জামান আসাদ পূর্নভবা নদী এক শিশুর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা পূর্নভবা নদীতে গোসল করতে গিয়ে একটি শিশু প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত