ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
  • বান্দরবান প্রতিনিধি:
  • ২০২২-০৩-২০ ০৫:৩৯:০৭

সারাদেশের ন্যায় বান্দরবানেও ফ্যামেলি কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষিত টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে । নিন্মবিত্ত ও স্বল্পআয়ের মানুষের পাশাপাশি দীর্ঘ লাইন দেখা গেছে মধ্যবিত্তের উপস্থিতিও। শুরুতে কিছুটা বিশৃংখলার মধ্যে পণ্য বিক্রি হলেও পুলিশী সহায়তায় লাইনে দাড়িয়ে পণ্য কিনেছে ক্রেতারা। জেলায় মোট ৬৪হাজার ২৪১জনকে দুই দফায় দেওয়া হবে টিসিবি পণ্য।

রবিবার সকালে বান্দরবান শহরের রাজারমাঠে সরকার ঘোষিত টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পরিষদের মূখ্য নির্বাহী এটিএম কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ'সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবর্গ উপস্থিত ছিলেন। একদিকে নিত্যপণ্যের দাম বাড়ছে। অন্যদিকে সামনে আসছে পবিত্র রমজান। এমন পরিস্থিতিতে বান্দরবানের সাত উপজেলাসহ দুটি পৌরসভায় নিম্ম আয়ের মানুষ প্রধানমন্ত্রীর ঘোষিত টিসিবি পণ্য পেয়ে খুশি। বাজার দরের চেয়ে স্বল্পমূল্যে পণ্য কিনতে পারায় তারা সরকারকে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসন সূত্র জানায়, টিসিবি মসুর ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলা বিক্রি করবে। প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকায় লিটারে নিতে পারবেন। এসব পণ্য ফ্যামেলি কার্ডের মাধ্যমে বিতরণ হবে। ২০ মার্চ প্রথম দফায় ৩৮৫.৪ মে:টন এবং ২৭মার্চ দ্বিতীয় দফায় ৫১৩.৯২ মে:টন পণ্য দেওয়া হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী