ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস পালিত
  • বান্দরবান প্রতিনিধিঃ
  • ২০২২-০৩-০৮ ০৮:৩৩:৩৯
নানান আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে বিসিএস উইমেন নেটওয়ার্ক বান্দরবান জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী হেলথ্ ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান সদর হাসপাতালের সামনে এই হেলথ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি। এ সময় পুলিশ সুপার জেরিন আকতার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অংসালুসহ বান্দরবানে কর্মরত বিসিএস ক্যাডার ও  চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনে নারীদের ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেয়া হবে। এদিকে সকালে নারী দিবস উপলক্ষ্যে বান্দরবান পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে পৌরসভা মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বান্দরবান ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) বান্দরবানের সভাপতি অংচমং মার্মা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান, সুরাইয়া আক্তার সুইটি, মোঃ শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) বান্দরবানের সাধারণ সম্পাদক লালজারলম বম, সহ-সভাপতি দীপিকা রানী তঞ্চঙ্গ্যা, পিফোরডির ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মংশেনুক মার্মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। নারী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, নারীদের সুরক্ষার মাধ্যমেই আগামী দিনের সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। নারীদের সঠিকভাবে যতœ নেয়া এবং পরিবারের সকলের সাথে সুন্দরভাবে জীবনযাপন করার মাধ্যমেই একজন নারীর ভবিষ্যৎ আরো নতুনরুপে সৃষ্টি হয়। এসময় জেলা প্রশাসক আরো বলেন, নারীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে আর সেজন্য নারীরা বর্তমানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হচ্ছে। এসময় তিনি প্রত্যেক নারীকে নিজ নিজ সুরক্ষা ও পরিবারের মঙ্গল কামনায় নিজেদের শারীরিক পরীক্ষা নিশ্চিত করা ও রির্পোট দেখে চিকিৎসা নেয়ার আহবান জানান।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ