ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
আখাউড়ায় রেলস্টেশনে ৪ নারী ছিনতাইকারি আটক
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২২-০৩-০৮ ০৫:০১:১২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সংঘবদ্ধ চার নারী ছিনতাইকারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে রেলস্টেশনের ১ নং প্লাটফরম থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো জোসনা আক্তার (৩৫),  সাফিয়া বেগম (৩০), রেজিয়া (২৬) ও নাছিমা আক্তার (৩০)। আটককৃতদের সবার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উসাইল গ্রামের কাচারহাটি পাড়ায়। রেলওয়ে পুলিশ জানায়, সকাল সোয়া ১০ টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ওই চার নারী ভীড় ঠেলে ট্রেনে উঠে। পরে ভীড়ের মধ্যে এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন টেনে নিয়ে দ্রুত নেমে পড়ে। এসময় ওই যাত্রী চিৎকার করলে স্টেশনের কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে উদ্ধারকৃত চেইন পুলিশ সদস্যরা ওই যাত্রীকে বুঝিয়ে দেন। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল করিম বলেন, আটককৃত নারীরা পেশাদার ও সংঘবদ্ধ চোর। এ ঘটনায় মামলা হয়েছে।

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস