ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সদস্য শেখ হাসিনা, উপদেষ্টা শেখ রেহানা
  • গোপালগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০৩-০৭ ০৭:২৪:৩৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেরা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করো হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহবুব আলী খান এ কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেন। এ কমিটিতে বিশেষ ভাবে দুইজনের নাম উঠে এসেছে।

কমিটিতে উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফজলুল করিম সেলিম এমপি, প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা, চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি, ফজলুর রহমান মারুফসহ মোট ১৪ জনের তালিকা ঘোষণা করা হয়েছে।

এছাড়া কার্যকরি সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাহমুদ হাসান বাবুলসহ ৩৫ জনের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, প্রায় ২ বছর আগে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ আবুল বাশার খায়েরকে সভাপতি ও মো. বাবুল শেখকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করেন।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা