ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বান্দরবানের রোয়াংছড়িতে আধিপাত্যের দ্বন্দে জেএসএস কালেক্টর'কে গুলি করে হত্যা
  • বান্দরবান প্রতিনিধিঃ
  • ২০২২-০৩-০৫ ০৯:৫৩:০৭
বান্দরবানের রোয়াংছড়িতে আধিপাত্যের দ্বন্দে জনসংহতি সমিতি (জেএসএস) এক নেতাকে গুলি করে হত্যা করেছে অস্ত্র ধারীরা। নিহতের নাম উনুমং রয়েল (৫০)। আজ শনিবার দুপুরে সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার তারা ইউনিয়নের তালুকদার পাড়ার পাশ্ববর্তী  নয়াপাড়া এলাকায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীদের একটি গ্রুপ গুলি করে জেএসএস'র এক নেতাকে হত্যা করেছে। নিহতের নাম উনুমং রয়েল (৫০)। সে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের তারাছা এলাকার প্রধান কালেক্টর ছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ'সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। স্থানীয়দের দাবী, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর আধিপত্যের জের ধরেই এই হত্যাকান্ড। ইতিপূর্বে এই অঞ্চলে আওয়ামীলীগ এবং পাহাড়ের অন্য সংগঠনের বেশ ক'জন নেতাকেও গুলি করে হত্যা করা হয়েছিল। সে সব হত্যাকান্ডের সাথে নিহত জেএসএস লিডার কালেক্টর রয়েল জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান, গুলি করে একজনকে হত্যার খবর পেয়েছি। পুলিশের একটি ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। তবে দূর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।
সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ